গীতাঞ্জলি'র পক্ষ থেকে কলকাতা রত্ন ও প্রাইড অব কলকাতা সম্মান – এক জাঁকজমকপূর্ণ সন্ধ্যা





দ্য স্প্রিং' ক্লাবে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গীতাঞ্জলি সম্মান প্রদান করল কলকাতার গর্ব হিসেবে ১৬ বিশিষ্টজনকে। পড়ুন সাতকাহনের বিশেষ প্রতিবেদন।

গীতাঞ্জলি পুরস্কার ২০২৫-এ ‘কলকাতা রত্ন’ ও ‘প্রাইড অব কলকাতা’ সম্মান গ্রহণ করছেন বিশিষ্টজনেরা, কলকাতার দ্য স্প্রিং ক্লাবে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে।


সাতকাহন" এর পক্ষ থেকে - প্রলয় চ্যাটার্জীর প্রতিবেদন

প্রেস রিলিজ | ২৫ মে, ২০২৫ | কলকাতা


আজ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন 'দ্য স্প্রিং' ক্লাবে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করল বেসরকারি সাংস্কৃতিক সংস্থা ‘গীতাঞ্জলি’। এই প্রথমবার সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিত্বদের তিনটি বিভাগে সম্মান জানানো হল – ‘কলকাতা রত্ন’, ‘প্রাইড অব কলকাতা’ এবং ‘বেস্ট অব কলকাতা’

গীতাঞ্জলি পুরস্কার ২০২৫-এ ‘কলকাতা রত্ন’ ও ‘প্রাইড অব কলকাতা’ সম্মান গ্রহণ করছেন বিশিষ্টজনেরা, কলকাতার দ্য স্প্রিং ক্লাবে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে।


‘গীতাঞ্জলি’-র পক্ষ থেকে আয়োজক সুব্রত সিনহা জানান,

এই বছর ‘কলকাতা রত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন—

বিশ্ববিখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র), শিক্ষাবিদ ও লেখক ডঃ পবিত্র সরকার, বিশিষ্ট সমাজসেবক ডঃ এম পি রোজারিও, খ্যাতনামা গায়িকা লোপামুদ্রা মিত্র, জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্কর।

‘প্রাইড অব কলকাতা’ সম্মান পেয়েছেন—

চিকিৎসক ডঃ সুবিমল দাস, আলোকচিত্রী অনুপম হালদার, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট প্রশাসক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, গায়ক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, পাশাপাশি সুদর্শন চক্রবর্তী ও সুরঞ্জন পাল।

গীতাঞ্জলি পুরস্কার ২০২৫-এ ‘কলকাতা রত্ন’ ও ‘প্রাইড অব কলকাতা’ সম্মান গ্রহণ করছেন বিশিষ্টজনেরা, কলকাতার দ্য স্প্রিং ক্লাবে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে।


এছাড়া 'বেস্ট অব কলকাতা' সম্মান প্রদান করা হয় উত্তর কলকাতার ক্লাব সংগঠন ‘উত্তর কলকাতা উদয়ের পথে’-কে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকেই পেয়েছেন পুষ্পস্তবক, স্মারক ট্রফি এবং মানপত্র।

পুরস্কার গ্রহণের পর 'সাতকাহন'-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে 'প্রাইড অব কলকাতা' সম্মানপ্রাপ্ত আলোকচিত্রী অনুপম হালদার বলেন—

"কলকাতার এত গুণীজনের সঙ্গে একই মঞ্চে থেকে এই পুরস্কার পেয়ে আমি অভিভূত। এটা নিঃসন্দেহে আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা এবং প্রেরণা এনে দিল। গীতাঞ্জলিকে আন্তরিক ধন্যবাদ।"


— প্রলয় চ্যাটার্জী

সাংবাদিক, সাতকাহন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন