বীর সাভারকরের জন্মবার্ষিকীতে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার

 

বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার মঞ্চ থেকে সাংগঠনিক সম্পাদক অনন্ত সিনহা রায় সাভারকরকে নিয়ে ধর্মনিরপেক্ষ দলগুলোর কুৎসা প্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিস্তারিত পড়ুন সাতকাহনে।

বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভায় বক্তৃতা দিচ্ছেন অনন্ত সিনহা রায়

সাতকাহন প্রতিবেদন | কলকাতা, ২৮ মে ২০২৫


বীর বিনায়ক দামোদর সাভারকরের ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সরব হল বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনন্ত সিনহা রায় বলেন, "বীর সাভারকরের বিরূদ্ধে এখনো কুৎসা চালিয়ে যাচ্ছে দেশের কিছু ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল।"

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "সাভারকর তাঁর জীবদ্দশায় স্পষ্ট ভাষায় বলেছিলেন, দেশের সেনাবাহিনী যদি আক্রমণাত্মক না হয়, তাহলে দেশকে অখণ্ড রাখা ভবিষ্যতে দুষ্কর হয়ে উঠবে।"


বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভায় বক্তৃতা দিচ্ছেন অনন্ত সিনহা রায়

তিনি আরও উল্লেখ করেন, "বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাভারকরের দেখানো পথ অনুসরণ করেই এগোচ্ছেন। দেশের প্রতিটি নাগরিককে সামরিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসও সেই উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।"

এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সদস্য সন্দীপ মুখোপাধ্যায়, সংগঠনের অধ্যক্ষ শম্ভুনাথ গাঙ্গুলী, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ আরও অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন