প্রেস রিলিজ - অনামী ক্লাব, দমদম ক্যান্টনমেন্ট


Veritas Times
প্রতিবেদন: প্রলয় চ্যাটার্জী
প্রেস রিলিজ - অনামী ক্লাব, দমদম ক্যান্টনমেন্ট

কলকাতা, ১০ মে, ২০২৫:
গতকাল সন্ধ্যায় এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দমদম ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন গোরাবাজারের প্রাচীন সংগঠন 'অনামী ক্লাব' আয়োজন করল তাদের ২০তম রবীন্দ্র জয়ন্তী উৎসব

দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিবপ্রসাদ যাদব, বিশিষ্ট উদ্যোগপতি কুন্তল শাহ, এবং আরও একাধিক সমাজনেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে।

অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্র কাব্য পাঠ দিয়ে, এরপর একে একে পরিবেশিত হয় রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, এবং রবীন্দ্র সুরে যন্ত্রসঙ্গীত। ছোটদের একক পরিবেশনা যেমন ছিল প্রাণবন্ত, তেমনি বাইরের শিল্পীদের দলগত পরিবেশনাও ছিল উচ্চমানের।



অনামী ক্লাবের সম্পাদক সুরজিৎ দাস জানান, “স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে। মূলত নবীন এবং প্রবীণ শিল্পীদের একসাথে মঞ্চে তুলে ধরে তাঁদের উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।”

প্রতিটি পরিবেশনায় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোটা এলাকা যেন রবীন্দ্র সুরে মগ্ন হয়ে উঠেছিল এই সন্ধ্যায়।

এমন মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে অনামী ক্লাব প্রমাণ করল, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সাংস্কৃতিক দায়বদ্ধতা ও সমাজচেতনা আগের মতোই সমুজ্জ্বল।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন